Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকা       

       ১.দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি):

            দুঃস্থ মহিলাকে মাথাপিছু মাসিক ৩০ কেজি করে প্যাকেটজাত চাল/গম প্রদান করা হচ্ছে এবং আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

     ২. দরিদ্রমা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিঃ

         দরিদ্র গর্ভবতী মা’দের মাসিক ৮০০/-টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।  

   ৩.কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচিঃ

       কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি আওতায় মহিলাদের মাসিক ৮০০/- টাকা ইয়ারে ভাতা প্রদান করা হয়।পাশাপাশি সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান কার্যক্রমও

       চলমান রয়েছে।

     ৪.মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ

         সমাজের অবহেলিত নারীদের অর্থনৈতিক উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার পাশাপাশি তৃণমূলের নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের  আত্মকর্মসংস্থানের জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকা স্বল্প সূদে ও সহজশর্তে  ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।  

     ৫.মহিলা প্রশিক্ষণ

         শিক্ষিত,বেকার ও দুঃস্থ মহিলাদের অথনৈতিক, সামাজিক ও পারিবারিক তথা সামগ্রীক ক্ষমতায়নের লক্ষ্যে আইজিএ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদানকরা হয়। প্রশিক্ষণের মেয়াদ ০৩ মাস।

    ৬.স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধনঃ

       নারীদের আত্মনির্ভরশীল হওয়াসহ নেতৃত্ববিকাশ এর লক্ষ্যে স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন করা হয়। সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। রেজিঃ ফি বাবদ সরকারী কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে ২০০০/-(দুই হাজার) টাকা জমা প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

    ৭.সেলাই মেশিন বিতরণঃ

       অসহায় দুঃস্থ নারীদের মধ্যে মাননীয় সংসদ সদস্যদের নামে বরাদ্দ সাপেক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। মাননীয় সংসদ সদস্যদের মাধমে আবেদনপত্র দাখিল করতে হয়।

   ৮.বাল্য বিবাহ প্রতিরোধঃ

       উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়ে থাকে। বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অব্যাহত আছে।

   ৯.নারী ও শিশু নির্যাতন প্রতিরোধঃ

       উপজেলা পর্যায়ে প্রতি মাসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিয়মিতভাবে উঠান বৈঠক ও আলোচনা সভা করা হয়।   

   ১০.জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমঃ

       আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে ০৫ ক্যাটাগরীতে ০৫ জন জয়িতা নির্বাচন করা হয় ও তাদের সম্বর্ধনা প্রদান করা হয়।